ধেয়ে আসছে আরেকটি প্রবল শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকা। টানা ভারী বর্ষণে উপকূলবর্তী এলাকায় বন্যার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবল আশঙ্কাও তৈরি হয়েছে এর ফলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এমনই দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী এ বৃষ্টিবলয়। চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয় এটি। বৃষ্টিবলয়টি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। ১৪ সেপ্টেম্বর প্রবেশ করলেও এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণত, দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক...