চুরি, ছিনতাই, ডাকাতি—মোহাম্মদপুর ও আদাবর এলাকার নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় এই দুই এলাকাকে সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ বলছেন কেউ কেউ। গত ৭ মাসে এমন ঘটনা ঘটেছে ৩৬৮টি, যা গড়ে প্রতিদিন ২টি করে। পুলিশ বলছে, ভাসমান অপরাধীরাই ওই এলাকায় বেশি অপরাধ ঘটাচ্ছে। গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৩৩ মিনিট। মোহাম্মদপুরের নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের পাড়ে ছিনতাইয়ের সময় ৪ ছিনতাইকারীকে আটকিয়ে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে নিহত হন ২ জন, বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ৭ সেপ্টেম্বর ভর দুপুরে মোহাম্মদপুরের বছিলায় মাত্র ১১ সেকেন্ডে চাপাতি হাতে এক তরুণের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ডিএমপির পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৭ মাসে তেজগাঁও বিভাগে ডাকাতি, দস্যুতা, খুন, চুরির মামলা হয়েছে ৩৬৮টি। এসব ঘটনার বেশিরভাগই মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। গড়ে...