প্রথম ১০ বলে বাংলাদেশের স্কোরবোর্ডে রানের দেখা নেই, প্যাভিলিয়নে দুই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসদের এমন শুরুটাই জানান দিয়েছিল আজ ব্যাটিংয়ে ধুঁকবে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে হলো তেমনটাই, কোনো রকমে মান বাঁচানোর পুঁজি পেয়েছে লিটনরা। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতার পর শেষ দিকে শামীম হোসেনের ৪২ ও জাকের আলী অনিকের ৪১ রানে ১৩৯ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন হতাশাই ডুবিয়েছেন। প্রথম ওভারে লঙ্কান পেসার নুয়ান থুষারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি ওপেনার তানজিদ হাসান। ওভারের শেষ বলে ফিরেছেন বোল্ড হয়ে। ৬ বলে তামিম শূন্য রান করে ফিরলেও আরেক ওপেনার পারভেজ ইমন অবশ্য ৪ বল খেলেই সঙ্গী হয়েছেন ড্রেসিংরুমে। দ্বিতীয় ওভারে...