লা লিগার চলতি মৌসুমে একের পর এক দাপট দেখিয়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ আনোয়েতায়ও ছবিটা ছিল একই—প্রথমার্ধেই ফরাসি ফরোয়ার্ডের জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। যদিও ডিফেন্ডার ইয়ান হুইসেনের বিতর্কিত লাল কার্ডে এক ঘণ্টার বেশি সময় দশজন নিয়ে খেলতে হয়েছে অতিথিদের। শেষ পর্যন্ত এমবাপ্পের শুরুতে তৈরি করা ব্যবধান, মিলিতাওয়ের দৃঢ় রক্ষণ আর কোর্তোয়ার দুর্দান্ত সেভে ভর করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস।ম্যাচের শুরুতেই এমবাপ্পে দেখান কেন তাকে বলা হচ্ছে মৌসুমের সেরা তারকা। প্রথম ১৫ মিনিটে একটি দারুণ অ্যাসিস্ট (যা অফসাইডে বাতিল হয়), কারভাহালের ক্রসে চমৎকার টাচ, দ্রুত দৌড়ে একটি গোল এবং জুবেলদিয়াকে পরাস্ত করে এক শট পোস্টে লাগান তিনি। অবশেষে দুরন্ত দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে জালের দেখা পান ফরাসি সুপারস্টার, এগিয়ে দেন দলকে।তবে...