১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম ধ্বসংস্তুপে দাঁড়িয়ে দায়িত্বশীল ব্যাটিং করলেন শামীম হোসেন ও জাকের আলি। তাদের রেকর্ড জুটির কল্যাণেই শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে ১৩৯ রানের পুঁজি। শামীম-জাকেরের ৬১ বলের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৮৬ রান। দুজনেই খেলেন সমান ৩৪টি করে বল। জাকের মারতে পারেন দুটি বাউন্ডারি। ৩টি চারের পাশাপাশি ইনিংসের একমাত্র ছক্কাটি আসে শামীমের ব্যাট থেকে। ছয় বা তার নীচের উইকেটে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আফিফ হোসেন ও নুরুল ইসলাম সোহান ষষ্ঠ উইকেটে যোগ করেছিলেন আগের সর্বোচ্চ অবিচ্ছিন্ন ৮১ রান, ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১০ ওভার শেষে স্কোর ছিল ৫ উইকেটে ৫৪। সেখান থেকে শামীম-জাকেরই দলকে এনে দেন...