১১ রানে টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে ইনিংসের শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। একটা পর্যায়ে ৯.৫ ওভারে ৫৩ রানে বাংলাদেশ হারায় ৫ ব্যাটসম্যানের উইকেট। দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাকের আলি অনিক ও শামিম পাটোয়ারি। শেষ দশ ওভারে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের...