প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, সঠিকভাবে নামাজ আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অশৃঙ্খল হয়ে যাচ্ছে । ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য...