জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেছেন, ছাত্রশিবির করার কারণে ১৯৮৯ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৬ বছরে ছাত্রত্ব না নিয়ে জাবি ক্যাম্পাস ছাড়তে হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্যানেলের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আরিফ বলেন, ১৯৯৪ সালের ১৬ আগস্ট শহীদ কামরুল ইসলাম নামে এক ভাইকে এই ক্যাম্পাস থেকে হারিয়েছি। উনি জাবিতে ভর্তি সুযোগ পেয়েছিলেন, যখন ভাইভা দিতে এসেছিলেন তখন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এছাড়া ক্যাম্পাসের আরেক ভাই ছাত্রশিবির করার কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ পায়ে গুলি করে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছিল ছাত্রশিবির জাবি শাখার নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে...