লন্ডনের মধ্যভাগে অভিবাসনবিরোধী বিক্ষোভ করে এক লাখেরও বেশি মানুষ। শনিবার অভিবাসনবিরোধী কর্মী ডানপন্থী টমি রবিনসন এই বিক্ষোভের আয়োজন করেছিলেন। পুলিশ জানিয়েছে, রবিনসনের ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলে প্রায় এক লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিল। একইসময় ওই এলাকার কাছাকাছি ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ নামে পাল্টা বিক্ষোভ হয়েছে। সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ইউনাইট দ্য কিংডম’ বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনি ভেঙে ফেলার বা ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এ অংশগ্রহণকারীদের দিকে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশ একাধিকবার তাদের বাধা দিয়েছে। এসময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের জন্য অতিরিক্ত সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীরা ব্রিটেনের ইউনিয়ন পতাকা এবং ইংল্যান্ডের লাল ও সাদা সেন্ট জর্জ ক্রস বহন করেছিল। অন্যরা আমেরিকান ও ইসরায়েলি পতাকা নিয়ে এসেছিল এবং...