এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই ধস নামে বাংলাদেশ শিবিরে।শ্রীলঙ্কার দুই পেসার নুয়ান থুসারা ও দুশ্মান্থা চামিরার গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগাররা। প্রথম ওভারেই থুসারার দুর্দান্ত ডেলিভারিতে শূন্য রান করে বোল্ড হয়ে ফেরেন ওপেনার তানজিদ তামিম। এরপর চামিরার নিখুঁত লেন্থে ক্যাচ তুলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। রানের খাতা না খুলে সাজঘরে ফিরতে হয় তাকেও। বাংলাদেশ তৃতীয় ওভারে রানের খাতা খুলতে পারে। তবে বিপর্যয় আরও প্রকট হয় যখন রান আউট হয়ে ফিরে যান তাওহীদ হৃদয়। ৯ বলে ৮ রানের ইনিংস খেলে তিনিও ব্যর্থতার তালিকায় নাম লেখান। ইনফর্ম ব্যাটার লিটন দাস একপ্রান্তে লড়াই চালালেও সঙ্গী পাননি। শেখ মেহেদি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ৯ রানে। দলীয় সংগ্রহ...