বজ্রপাত থেকে জনসাধারণকে রক্ষার জন্য বজ্রনিরোধক দণ্ড বা লাইটিং অ্যারেস্টার কেনার উদ্যোগ ছিল, কিন্তু সেটা বন্ধ করে রাখা হয়েছে বলে জানান অন্তবর্তী সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বজ্রনিরোধক দণ্ড বা লাইটিং অ্যারেস্টার এটা আমাদের দেশের প্রেক্ষাপটে তেমন কার্যকরী নয়। এটা মাত্র ১০০ মিটার রেডিয়েন্টে কাজ করে। তাহলে পুরো দেশের জন্য কত দণ্ড প্রয়োজন! সেজন্য আমরা মনে করি, বজ্রপাত নিরোধক দণ্ড নয়, বরং মানুষকে সচেতন করাটাই শ্রেয়। উপদেষ্টা আরও বলেন, যেহেতু বজ্রপাতে আগাম অ্যালার্ট করার সুযোগ এসেছে, তাই আমরা সেদিকে নজর দিচ্ছি। তবে, কোন পদ্ধতিতে অ্যালার্ট করা হবে, সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন,...