তখনও রানের খাতা খোলেনি বাংলাদেশ। অথচ, নেই দুই উইকেট। সেই যে শুরু, গোটা ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন সাজঘরে ফেরেন শূন্য রানে। এই শূন্যতা বাকি অংশে আর সেভাবে পূর্ণ হয়নি। চেষ্টায় অবশ্য ত্রুটি রাখেনি মিডল অর্ডার। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ থেমেছে অল্পতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান। প্রথম ওভারের শেষ বলে তামিম বোল্ড হন নুয়ান থুসারার বলে। ৬ বল খেলে খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার শিকার হন ইমন। ৪ বল খেলে কোনো রাননা করেই কুশল মেন্ডিসের তালুবন্দি হন। দলের বিপদ বাড়ান তাওহিদ হৃদয়। দলীয় ১১ রানে রানআউট হন তিনি।...