আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-‘বি’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে তাদের পেসাররা যেন আগুন ঝরাচ্ছে। ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে মাত্র ৫৪ রান।ইনিংসের প্রথম দুই ওভারেই পরপর উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। নুয়ান থুশারার দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে ০ রানে বোল্ড হন তানজিদ হাসান তামিম। এর পরের ওভারেই দুষমন্থা চামিরার শিকার হন পারভেজ ইমন (০)।শুরুতেই ২ উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। তার ওপর চতুর্থ ওভারে রান আউট হয়ে ফেরেন তৌহিদ হৃদয় (৮)। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লের শেষ ওভারে দাসুন শানাকার বিরুদ্ধে দারুণ কিছু শট খেলে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। ২৮ রান করে অবশ্য তাকে ফিরতে হয় হাসারাঙ্গার বলে।অন্যপ্রান্তে অবশ্য ভরসা দিতে...