সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে নতুন একটি কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর নিয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ যৌথভাবে এই উদ্যোগ নেন। উদ্যোগটি মূলত ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশার পরিবর্তে নতুন মডেলের ব্যাটারিচালিত রিকশার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বুয়েট নির্দেশে এই রিকশা নির্মাণের কথাও বলা হয়। যা পুরোপুরি সত্য নয়। রিকশার বাইরে গিয়ে যন্ত্রচালিত যানবাহনের অনুমোদনের এখতিয়ার দেওয়া, ইলেকট্রিক থ্রি-হুইলারকে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ও ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন নীতিমালায় ঘোষিত প্রণোদনার বাইরে রাখা হয়। আবার এই সুযোগে এক উপদেষ্টা যানবাহন সংক্রান্ত ব্যবসাও শুরু করেন। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, নতুন মডেলের রিকশা নামানোর পেছনে কাজ করেছে স্থানীয় সরকার উপদেষ্টা, ডিএনসিসির...