দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর আসছে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের পথচলা হতে যাচ্ছে দুই রকম। মোহামেডান পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গ্রুপে। তুলনামূলকভাবে মসৃণ পথ পেয়েছে গতবারের রানার্সআপ আবাহনী। বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে টুর্নামেন্টে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সাথে ‘এ’ গ্রুপে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এই গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন তিনবারের সাবেক চ্যাম্পিয়ন, তবে সবশেষ গোপীবাগের দলটি এই শিরোপার স্বাদ পেয়েছিল ২০০৫ সালে। রহমতগঞ্জ দুইবারের রানার্সআপ, সবশেষ ২০২১-২২ মৌসুমে। ‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সাথে আছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। সর্বোচ্চ শিরোপায় জয়ের তালিকায় আবাহনীর পেছনেই আছে মোহামেডান, ১১টি। কিংস এ পর্যন্ত এই ট্রফি চারবার ঘরে তুলেছে। ফেডারেশন কাপের তিনবার ফাইনালে উঠে আশা...