কৃষি উদ্ভাবনে তরুণদের উৎসাহিত করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাগ্রি ভেঞ্চার : স্টুডেন্ট অ্যাগ্রো লিডারশিপ বুটক্যাম্প-২০২৫’। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস)-এর উদ্যোগে এই আয়োজন হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষিতে যুগান্তকারী উদ্ভাবন, উচ্চতর গবেষণা, নতুন আবিষ্কার ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বৈশ্বিকভাবে কৃষিক্ষেত্রে গবেষণার মাধ্যমে নতুন দ্বার উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়। বুটক্যাম্পে সায়েন্টিফিক সেশন, পোস্টার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এগ্রি মাইন্ড কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বাস করছি। আমাদের শিক্ষার্থী প্রজন্ম এই দেশকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি। স্বাধীনতার এত বছর পরেও আমরা এখনও কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারিনি। এসব জায়গায়...