রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সংগঠিত করতে ও নেতৃত্ব দিতে গড়ে ওঠা ১৭ সদস্যের সমন্বয়ক পরিষদ ভাগ হয়ে গেলেন ছাত্র সংসদ নির্বাচনে। জুলাই আন্দোলনের পর এই সমন্বয়করা ক্যাম্পাসে হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। তাই রাকসু নির্বাচনের তপশিল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে জোর আলোচনা ছিল— তারা কি একজোট হয়ে একক প্যানেল করবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী? তবে শেষ পর্যন্ত রাজনৈতিক পরিচয়সহ নানা জটিলতায় ঐক্য ভাগ হয়ে গেলেন বিভিন্ন প্যানেলে।দেখা গেছে, ১৭ সমন্বয়কের মধ্যে ১০ জন তুলেছেন মনোনয়নপত্র। তাদের একজন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আর বাকিরা যুক্ত হয়েছেন বিভিন্ন প্যানেলে। এ পর্যন্ত আত্মপ্রকাশ করা ৯টি প্যানেলের ৫টিতে পাওয়া গেছে তাদের উপস্থিতি। কেউ ভিপি, কেউ জিএস, কেউবা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমন্বয়কদের মধ্যে পাঁচজনের ছাত্রত্ব শেষ হওয়ায় প্রার্থী হওয়ার সুযোগ পাননি। আবার দুজন নারী সমন্বয়ক...