১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম দ্বিতীয়বারের মত বাবা হওয়ায় স্ত্রী ও পরিবারকে সময় দিতে এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরের প্রথম দুই ম্যাচ খেলছেন না খুলনা বিভাগের দলে থাকা তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এই দুই ম্যাচের জন্য মিরাজের পরিবর্তে রবিউল ইসলামকে দলে নিয়েছে খুলনা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে শনিবার রাজশাহী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং বগুড়া স্টেডিয়ামে লড়বে সিলেট ও রংপুর। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়ায়। এরপর লিগ পর্বের বাকী ম্যাচসহ প্লে-অফ এবং ফাইনাল সিলেটের দুই ভেন্যু আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বগুড়া স্টেডিয়ামে শুক্রবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। খুলনাবিভাগদল :সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরানুজ্জামান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব,...