সুরা জিলজাল কোরআনের ৯৯তম সুরা, মদিনায় অবতীর্ণ এ সুরাটির আয়াত সংখ্যা ৮ টি, রুকু সংখ্যা ১টি। এ সুরায় আল্লাহ কেয়ামতের বর্ণনা দিয়েছেন, মানুষের আমলের হিসাব নিকাশ কীভাবে হবে তার বর্ণনা দিয়েছেন। সুরাটি শেষ হয়েছে আল্লাহর এই ঘোষণার মধ্য দিয়ে যে, মানুষ অণু পরিমাণ নেক কাজ করলেও আখেরাতে দেখতে পাবে এবং তার প্রতিদান পাবে, অণু পরিমাণ মন্দ কাজ করলেও তা দেখতে পাবে এবং আল্লাহ ক্ষমা না করলে শাস্তি পেতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সুরা জিলজাল পাঠ করার সওয়াব অর্ধেক কোরআনের সমান। সুরা ইখলাস এক-তৃতীয়াংশ কোরআনের সমান, সুরা কাফেরুন এক-চতুর্থাংশ কোরআনের সমান। (সুনানে তিরমিজি) আরেকটি বর্ণনায় আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, কেউ রাতে সুরা জিলজাল পাঠ করলে তা তার জন্য...