চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে নতুন চারটি পদ সংযোজন ও চারটি সহ-সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।অধ্যাপক কামাল উদ্দিন বলেন, বিভিন্ন সময় শিক্ষার্থীদের দেওয়া দাবির পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর গঠনতন্ত্র প্রণয়ন কমিটি পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। সংশোধিত গঠনতন্ত্র উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।ড. কামাল উদ্দিন বলেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদ থেকে চারটি সহ-সম্পাদক পদ বাদ দিয়ে নতুন চারটি পদ রাখা হয়েছে। যেমন সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদকের পরিবর্তে এখন দুটি মূল পদ করা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক’। এ...