১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম ফিফা উইন্ডোর বিরতির আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে হেরেছিল আর্সেনাল। বিরতির পর গানার্সরা শনিবার খেলেছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। আর্সেনাল ৩-০ তে হারিয়েছে নটিংহ্যামকে। জোড়া গোল করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্টিন জুবেমেন্দি। অপর গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস। নিজেদের মাঠ এমিরেটসে শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। ২৯ মিনিট থেকে টানা তিনটি কর্নার পায় গানার্সরা। ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন জুবিমেন্দি। আর্সেনালের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। সেই লিড বেড়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ঘরের মাঠে অভিষেক ম্যাচে ইবেরে এজে দারুণ পাস দেন ইওকেরেসকে।নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন তিনি। এই মৌসুমে এটা তার তৃতীয় গোল, যা লিগে যৌথ সর্বোচ্চ।...