জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে ইসরায়েলকে একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকার করার আহ্বান জানানো হয়। তবে এর তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে একটি প্রস্তাব ১৪২টি ভোটে পাস হয়। মাত্র ১০টি দেশ এর বিপক্ষে ভোট দেয় এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে উত্থাপিত হয়। এর আগে জুলাই মাসে নিউ ইয়র্কে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এ ঘোষণা প্রাথমিকভাবে গৃহীত হয়েছিল, যার লক্ষ্য ছিল দুই-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানকে এগিয়ে নেওয়া। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ চুক্তি সই অনুষ্ঠানে বলেন, এই জায়গাটি আমাদের...