ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এশিয়া কাপে দুই দলের আসছে লড়াই নিয়েও আলোচনা কম হচ্ছে না। উত্তরসূরিদের এসবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরাম। তার মতে, শুধু চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানো নয়, শিরোপা জয়ে মনোযোগ দেওয়া উচিত সালমান আলি আগাদের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নানা টানাপোড়েন শেষে মাঠে গড়িয়েছে এবারের এশিয়া কাপ। যেখানে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। দুবাইয়ে রোববার মুখোমুখি হবে দুই দল। ওয়াসিম আকরাম বললেন, স্রেফ এই এক ম্যাচ জেতায় নজর দিলে চলবে না পাকিস্তানের। জেতার লক্ষ্য থাকবে হবে এশিয়া কাপের শিরোপা। “ভারতকে হারানোই কেবল পাকিস্তানের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়া কাপ জয়। বড় দলের বিপক্ষে হেরে গেলেও ঘুরে দাঁড়াতে হবে এবং টুর্নামেন্টের বাকি অংশে ভালো খেলতে হবে।” রাজনৈতিক...