শিশুদের কাজ করার কথা নয়। তাদের স্বপ্ন দেখার কথা, বই হাতে স্কুলে যাওয়ার কথা। কিন্তু তবু কেন শিশুদের যুক্ত হতে হয় শ্রমে? আমি শিশুশ্রমে জড়িয়ে পড়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলেছি। তারা জানায়, কেউই আনন্দ নিয়ে এই কাজে আসেনি। কেউ এসেছে পরিবারের চাপে আবার কেউ এসেছে পেটের তাগিদে। যাদের সঙ্গে কথা বলেছি তাদের দুজন আমার সহপাঠী ছিল। একজন খুবই ভালো ছাত্র ছিল। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে তাকে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে। কারণ, তার বাবা অসুস্থ এবং কাজ করতে অক্ষম। সে আগে একটি হোটেলে কাজ করত, এখন কাজ করছে একটি কারখানায়। আমার কাছে শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয় এটি একটি মানবিক বিপর্যয়। শিশুশ্রম মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা, বিশ্রাম, খেলা এবং বিকাশের...