১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম বাংলাদেশ ও নেপালের অনুকরণে জেন-জি তরুণদের ক্ষোভের বিস্ফোরণ ঘটার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে তার সরকার। কঠোর নজরদারিতে রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নেপালের জেন-জি তরুণদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের অর্পিত শর্মা। এতে তিনি প্রশ্ন করেন, কেন ভারতীয়রা দুর্নীতি এবং ঘৃণা-ভাষণের মতো বিষয়গুলির বিরুদ্ধে প্রতিবাদ করছে না? শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম 'দ্য ওয়্যার' এর প্রতিবেদনে বলা হয়, নেপালে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে একটি ভিডিও পোস্ট করার জন্য উত্তরপ্রদেশ পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৫২ এর অধীনে একটি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা...