যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর মেয়র পদের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউইয়র্কে প্রবেশ করেন, তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন।মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘‘এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই।’’ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্তৃত্ব না মানলেও মামদানি বলেছেন, তিনি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানাবেন এবং নেতানিয়াহুকে বিমানবন্দরে আটকের পর গ্রেপ্তার করবেন।আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামদানি বলেছেন, এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ইহুদি ধর্মাবলম্বীর বসবাস রয়েছে নিউইয়র্কে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে...