শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। ইনিংসের প্রথম দুই ওভারে কোনো রান যোগ করার আগেই ২ ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১ রানে ফেরেন তাওহী হৃদয়। ৩৮ রানে ফেরেন শেখ মাহেদি হাসান। এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ। প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে...