দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন লিটন দাসও। অধিনায়ক ফেরেন ওয়ানেন্দু হাসারাঙ্গার বলে বিভ্রান্ত হয়ে। বলটি লিটন দাসের গ্লাভসে লেগে উইকেটের পেছনে ক্যাচ উঠে যায়। আম্পায়ার অবশ্য আউট দেননি। শ্রীলংকানরা রিভিউ নিয়ে পেয়েছে উইকেট। লিটন অবশ্য আগেই সাজঘরের পথে হাঁটা শুরু করেন। ২৬ বলে ২৮ রান করে লিটনের বিদায়ের মধ্য দিয়ে ৫৩ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। লিটন ফিরেছেন ১০ম ওভারে পঞ্চম বলে। দুই বল আগে স্টাম্পে বল লাগলেও বেল না পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান জাকের আলী। এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল...