৮–৯ সেপ্টেম্বরের দুইদিনের সহিংস পরিস্থতিতে নেপালের পর্যটন খাতে প্রায় ২৫০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। আন্দোলনের সময় হোটেল ভাঙচুর, যাত্রা বিঘ্নিত হওয়া এবং বুকিং বাতিলের কারণে দেশটির শীর্ষ পর্যটন মৌসুমের শুরুতে বড় আঘাত লাগে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস। প্রাথমিক হিসেবে হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুই ডজন হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমাণ্ডুর হিলটন হোটেলের ক্ষতি একা প্রায় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। পোকরা, ভৈরহওয়া, বিরাটনগর ও ধানগাধিও মূল পর্যটন কেন্দ্র হিসেবে আঘাত পেয়েছে। তবে নেপাল পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তারা পুনরুদ্ধারে আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও দীপক রাজ জোশী বলেন, পর্যটন অবশ্যই পুনরায় ঘুরে দাঁড়াবে। তিনি ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারীর পরের পুনরুদ্ধারের অভিজ্ঞতা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। অর্থনীতিবিদ ড. সামির...