শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে আড্ডাবাজার এলাকায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় বর্তমান অন্তর্র্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অ্যাডভোকেট পাপিয়া বলেন, ‘ডাকসু-জাকসু নির্বাচনে কাকে কত শতাংশ ভোট দেয়া হবে তা আগেই চুড়ান্ত করা ছিল। কোন পদে কে বসবে তাও আগে চুড়ান্ত। ২০০৮ সালে নীল নকশার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সাথে মিল রেখে ডাকসু-জাকসু-ইকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গত ১৫ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ৫ আগষ্টের ছাত্র জনতার রক্তত্যাগের মর্যাদা আপনি দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন। ১৫ বছর দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রশিবির ছাড়া কোনো রাজনৈতিক দলের সংযোগ...