অনলাইনসহ কয়েকটি সংবাদপত্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল’ যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার এক বিবৃতিতে নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবির বিষয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবি পার্টির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে—যা নিয়মিত রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা। এতে বলা হয়, নিন্মকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এবি পার্টি ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে মিশ্র পদ্ধতির (সংখ্যানুপাতিক হারে একশত আসন বাকিটা প্রচলিত পদ্ধতি) ব্যাপারে ঐকমত্য কমিশনে ইতিমধ্যে মতামত দিয়েছে। এছাড়া এবি পার্টি...