কয়েক দফায় মুক্তি স্থগিত হওয়া আর নানা জল্পনাকল্পনার পর অবশেষে ভারতেও মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘আবির গুলাল’। ছবিটি বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর, তবে ভারত বাদ পড়ায় ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়েছিল। এবার জানা গেছে, ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর। সিনেমাটির একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে এ তথ্য নিশ্চিত করেছে। ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) টিম সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি ভারতে মুক্তি দেবে ২৬ সেপ্টেম্বর। তারা আত্মবিশ্বাসী যে ছবির সহজ-সরল প্রেমকাহিনি এখানকার দর্শকের মনেও সাড়া ফেলবে। তা ছাড়া ওই সপ্তাহে আর কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না, ফলে বক্স অফিসে ছবিটি একক দৌড় উপভোগ করবে, জানিয়েছে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র। ফাওয়াদের প্রত্যাবর্তনচলতি বছর শুরুর দিকে ঘোষণা হয়েছিল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ...