১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে। পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। একটা জরিপে দেশের ৭০% লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানা গেছে। বিগত ৫৩ বছর পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগাতে হবে। আর না হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী দিয়ে যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তিন দফার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পিআর পধ্বতির উপর গুরুত্বারোপ করে বলেন পিআর...