বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রাণী সংরক্ষণ আইন সংস্কার করার আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী পোষা প্রাণী মেলায় এ কথা জানান তিনি। মেলায় প্রাণী চিকিৎসায় বিশেষ হাসপাতাল করার দাবি জানান আয়োজক ও প্রাণিপ্রেমীরা। পুরান ঢাকায় ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ দেন আসিফ। ভারতীয় প্রজাতির চারটি ঘোড়া এনেছেন মেলায়। আগারগাঁও চীন-মৈত্রী সম্মেলনে দিনব্যাপী পোষা প্রাণী মেলায় তাকে ঘিরে দর্শনার্থীর ভিড়। সরাইল গ্রে হাউন্ড কুকুর বেশ জনপ্রিয়। দারুণ প্রভুভক্ত এই প্রজাতিটি এখন খামারে উৎপাদন হচ্ছে। একজন খামারি বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী এখন এটাকে লালন-পালন করে, নিরাপত্তা কাজে ব্যবহারের জন্য। বিশেষ করে এটা খুবই বিশ্বস্ত একটা প্রাণী। খুব ভালো নিরাপত্তা দেয়।’ মেলায় অন্যতম চমক জার্মান শেফার্ড। গৃহপালিত এ কুকুর এখন অনেকেই সখের বশে পুষছেন। বিদেশি প্রজাতির ম্যাকাও,...