শ্রীলঙ্কার পেস আক্রমণের সামনে অসহায়ত্বই ফুটে উঠল বাংলাদেশের ব্যাটারদের। লাল-সবুজের সমর্থকদের আশার বাতি দুই ওপেনার কোনো রানই করতে পারলেন না। প্রথম দুই ওভারও গেল মেইডেন। এরপর জীবন পেয়েও আত্মহুতি দিয়ে ফিরলেন তাওহিদ হৃদয়। পাওয়ার-প্লেতে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। সেটি সামাল দেওয়ার চেষ্টার করছেন লিটন দাস আর শেখ মেহেদি। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই যেন চোখে সরষেফুল দেখে বাংলাদেশের ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই দুই ইউকেট হারায় বাংলাদেশ। আশা দেখানো দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন ফেরেন পরপর দুই ওভারে। প্রথম ওভারের শেষ বলে নুয়ান থুসারার বলে বোল্ড হন তামিম। পরের ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন ইমন। বাংলাদেশ প্রথম রানের দেখা পায় ১৪ নম্বর বলে এসে। থুসারার বলে সিঙ্গল...