শুরুর ধাক্কা সামাল দিতে এসে আশা জাগানিয়া শুরু করলেন শেখ মেহেদি। কিন্তু সেই আশা বেশি সময় বাঁচিয়ে রাখতে পারলেন না তিনি। বাকিদের যাওয়া-আসার মাঝে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক লিটন দাসও ফিরলেন ধৈর্য হারিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বিপদে বাংলাদেশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার-প্লেতে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করতে এসে লিটন দাসের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন শেখ মেহেদি। প্রথম বলেই চার মেরে লঙ্কানদের চোখ রাঙানি দেওয়ার পরপরই ফিরে যান তিনিও। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। ফেরার আগে মেহেদির ব্যাট থেকে আসে ৯ রান। বাকিদের যাওয়া-আসার ভীরে একপ্রান্ত আগলে রাখা লিটনও ধৈর্য হারিয়ে ফেললেন। হাসারাঙ্গাকে সুইপ করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটরক্ষককে। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউ...