জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদ নির্বাচন। ফল ঘোষণা শুরু হয় শনিবার বিকালে; ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর। ফল বিশ্লেষণে দেখা যায়, ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে বিজয়ী হয়েছেন ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন। ভিপি পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ প্রার্থী ছিলেন আরিফুল্লাহ আদিব। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর কাছে হেরে যান তিনি। নিজে জয় না পেলেও নিজেদের প্যানেলের নিরঙ্কুশ জয়ে 'সন্তুষ্টি প্রকাশ' করেন এ ভিপি প্রার্থী। ফল ঘোষণার পর তিনি বলেন, "আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যেখানে আমরা আমাদের...