হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল মুখোমুখি শ্রীলঙ্কার। ‘বি’ গ্রুপের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা টাইগারদের আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে ২-১এ জিতেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে ফিল সিমন্সের শিষ্যরা। হংকং ম্যাচে জয়ের পর এবার লঙ্কানদের বিপক্ষেও জয়ের কথা ভাবছে টিম টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে লঙ্কানদের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ দেয়া হয়েছে শরিফুল ইসলাম। তিন পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে একাদশ সাঁজানো...