টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি লিটন দাসের দল। আজ টসের লড়াইয়ে হেরেছেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল। আজ শ্রীলংকাকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে একাদশ থেকে আজ মাত্র একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদ আজ খেলছেন না। তার পরিবর্তে দলে ঢুকেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ আজও তাই খেলবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। শ্রীলংকা দলের জন্য বড় সুসংবাদ হয়ে এসেছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরা। ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে মাঠে নামছে লংকানরা। তাদের একাদশে আছেন ৩ অলরাউন্ডারও। বাংলাদেশের একাদশঃতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান...