জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ২৫টির মধ্যে কোনো পদেই নির্বাচিত হতে পারেনি ছাত্রদলের প্রার্থীরা। অন্যদিকে শিবির পেয়েছে ২১টি পদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ভিপিসহ ৩টি পদে জয় পেয়েছে। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) পেয়েছে ১টি পদ। অবশ্য গত বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন সময়েই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। এরপরপর বাম সংগঠনগুলোও একই অভিযোগে ভোট বর্জন করে। ভোটগ্রহণের প্রায় ৪০ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়। এতে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক হন শিবিরের মাজহারুল ইসলাম। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান আহমেদ ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান কিরণ। এছাড়া সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত...