তিনি আরও লিখেছেন, আমাদের জীবনের ট্রমাগুলো এখনো কাটিয়ে উঠতে পারিনি। স্বাভাবিক জীবনযাপনটাও ভুলে গিয়েছি। তারপরেও আমরা রাজপথে প্রকাশ্যে স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছি। বিগত দীর্ঘ দুঃশাসনে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে সংগঠন এক মূহুর্তের জন্য আপোস করেনি আপনি তাঁদের যে ভাষায় উপস্থাপন করেছেন সেটা স্রেফ প্রতিহিংসাপরায়ণ ও পরিকল্পিত উস্কানিই মনে হয়েছে। সমালোচনার প্রক্রিয়া নিয়ে আবিদ লিখেছেন, আমাদের ঘাটতি থাকতে পারে, আপনারা রাজনীতিতে প্রকৃত অগ্রজ হলে সেসব নিয়ে কন্সট্রাক্টিভ ক্রিটিসিজম করতে পারেন। তা না করে আপনি যে পন্থা অবলম্বন করলেন তা...