এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা আজই প্রথম ম্যাচ খেলতে নামছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালঙ্কা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে হংকং সংগ্রহ করেছিল ১৪৩ রান। জবাবে বাংলাদেশ ১৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক লিটন দাস করেছিলেন সর্বোচ্চ ৫৯ রান। শুধু তাই নয়, কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে যখন ওয়ানডে ও টেস্ট সিরিজ হেরেছিল টাইগাররা, তখন টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারিয়ে এসেছিল লিটন দাসের দল। সে ধারাবাহিকতায় পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লিটন দাসের দল। এবার সেই লঙ্কানদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতাই...