নব্বই দশকের মাঝামাঝি সময়ে যাত্রা করেছিলেন তারা শোবিজে। সময়ের পরিক্রমায় প্রত্যেকে প্রতিষ্ঠিত আজ। কেউ পরিচালক হয়েছেন, কেউ নাট্যকার ও পরিচালক। কেউ আবার মাসুম রেজার মতো কেবল নাট্যকার হিসেবেই পরিচিত পেয়েছেন। বাকি দুজন হলেন সালাহউদ্দিন লাভলু ও গিয়াসউদ্দিন সেলিম। তিনজনকে এবার একসঙ্গে দেখা গেল অভিনয় দম্পতি রহমত আলী-ওয়াদিদা মল্লিক জলির এক ঘরোয়া আয়োজনে। তাদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকা অভিনয়শিল্পীকেও। এই মিলন মেলার উদ্দেশ্য রহমত-জলির নতুন বাসায় প্রবেশ উপলক্ষে। তারা সম্প্রতি এই আয়োজন করেন। সেখানে অংশ নেন অভিনয় ভুবনের তারকারা। একটি ছবি পোস্ট করে সেই তথ্য জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা। তিনি লেখেন, ‘ছবিটার গুণগত মান তেমন না কিন্তু আমার কাছে এর একটা তাৎপর্য আছে। ছবিতে খুব কাছাকাছি আমি, লাভলু এবং গিয়াসউদ্দিন সেলিমকে দেখা যাচ্ছে। আমরা তিনজন সেই মধ্য-নব্বই থেকে একসাথে আমাদের...