মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিশু। স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে কিয়াউকতাও টাউনশিপের থায়াত তাবিন গ্রামে এ হামলা চালানো হয়। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলেছে, দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা স্থানীয় একটি বেসরকারি বোর্ডিং স্কুল পিন্ন্যা পান খিন উচ্চবিদ্যালয় এবং আশপাশের এলাকায় নিক্ষেপ করা হয়। এতে ১৮ জন শিক্ষার্থী ও আশপাশের কয়েকজন শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত আরও চারজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় ২২ জনে। রাখাইনভিত্তিক দুটি সংবাদমাধ্যমও সন্ধ্যায় একই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিদ্যালয়ের একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশপাশের...