নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেহেদী হাসানকে এলবিডব্লু করেছেন লঙ্কান স্পিনার। দাসুন শানাকার করা ষষ্ঠ ওভারের প্রথম বলে অল্পের জন্যই ক্যাচ হননি লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক ওভারের পরের পাঁচ বলে মেরেছেন তিনটি চার। বাংলাদেশ পাওয়ার প্লে শেষ করেছে৩ উইকেটে ৩০ রান তুলে। উইকেটে লিটনের সঙ্গী মেহেদী হাসান। আগের বলেই শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কার সৌজন্যে সহজ ক্যাচ তুলেও জীবন পেয়েছিলেন তাওহিদ হৃদয়। পড়ে পাওয়া সেই জীবনটাকে পরের বলেই বিসর্জন দিলেন বাংলাদেশের ব্যাটসম্যান। পরের বলেই ৩ রান নিতে গিয়ে কামিল মিশারার সরসারি থ্রোতে রানআউট হয়েছেন হৃদয়। ১১ রানে তৃতীয় উইকেট খোয়াল বাংলাদেশ। ৯ বলে ৮ রান করেছেন হৃদয়। প্রথম দুই ওভারে ০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পরের দুই ওভারে নিয়েছে ৭ রান। লিটন দাস ৩, তাওহিদ হৃদয় ৪...