জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে তিন হাজার তিনশ ৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন তিনি। জিতুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ভোটের ফল ঘোষণা শুরু হয়। শুরুতে ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। এরপর সম্পাদকীয় পদের ফল ঘোষণা করা হয়। জানা গেছে, আব্দুর রশিদ জিতু জাবির ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফরমের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে অনিয়মের...