রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলে শনিবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এর কেন্দ্র ছিল ভূমি থেকে প্রায় ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে। শুরুতে সুনামির ঝুঁকির সতর্কতা জারি করা হলেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পরে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কামচাটকা উপদ্বীপের দক্ষিণপশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে ৩০ জুলাই কামচাটকা উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের পর জাপানসহ প্রশান্ত মহাসাগরের উপকূলজুড়ে সুনামি দেখা দেয়। এই ভূমিকম্পটি...