ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজে মঞ্চায়িত হয়েছে নাটক ‘হ্যামেলিনের পাইড পাইপার’। জার্মান লোককথা অবলম্বনে করা নাটকটি শনিবার সন্ধ্যায় ‘ফ্রাইডে থিয়েটার স্কুলের’ প্রযোজনায় মঞ্চায়িত হয়েছে। নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। আলিয়াঁস ফ্রঁসেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উইলিয়াম গ্লেননের নাট্যরূপে নির্মিত 'পাইড পাইপার অব হ্যামেলিন' জার্মানির প্রাচীন কিংবদন্তিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছে। মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে রূপক কাহিনী। জাদুকরী বাঁশির সুরে ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি পেলেও মানুষের লোভ ও অবিচার শেষ পর্যন্ত নিয়ে আসে এক চিরস্মরণীয় শিক্ষা। দৃশ্য, অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের কাছে আকর্ষণীয় নাটকটি। এতে অভিনয় করেছেন ফ্রাইডে থিয়েটার স্কুল কর্মশালার শিক্ষার্থীরা। নাটকে দেখা যায়, লোভী ও অসন্তুষ্ট হ্যামেলিন নগরীতে ইঁদুরের দৌরাত্ম্যে মানুষ দিশেহারা। এ সময় এক রহস্যময় বাঁশিওয়ালা হাজির হয়...