রাজধানীর বাংলামোটরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার এসব ব্যক্তিদের মধ্যে আটজন ছাত্রলীগের নেতাকর্মী। শনিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দেন। এ মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন প্র. সাদ্দাম মোল্লা (২৭), পিরোজপুর জেলার ছাত্রলীগ কর্মী নাদিম তালুকদার (১৯), ভোলার ছাত্রলীগ নেতা মো. শুক্কুর হাওলাদার (২৫), ঢাকার ছাত্রলীগের কর্মী মো. নাজমুল (১৯), ব্রাক্ষণবাড়িয়ার ছাত্রলীগ নেতা মো. জুয়েল (৩০), টাঙ্গাইলের ছাত্রলীগ কর্মী মো. রানা (১৯), মাদারীপুরের ছাত্রলীগ নেতা শিহাব মুন্সি (২৫), কিশোরগঞ্জের মো. মিজানুর রহমান (৪৫),...