ডাকসুর সাম্প্রতিক নির্বাচন কেবল একটি ক্যাম্পাসভিত্তিক আয়োজন নয়; বরং এটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। ছাত্রসমাজের নির্বাচনে যে বৈষম্য, অনিয়ম ও পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে, তা জাতীয় রাজনীতির সংকট, গণতান্ত্রিক অবক্ষয় এবং রাজনৈতিক অঙ্গনের গভীর অসুস্থতার প্রতিচ্ছবি। এই প্রেক্ষাপটে বিএনপির জন্য নির্বাচন-পরবর্তী বাস্তবতা একদিকে যেমন হতাশার কারণ, অন্যদিকে তেমনি ভবিষ্যৎ রাজনীতিকে পুনর্গঠন করার একটি সম্ভাবনাময় সুযোগ। শক্তি:• দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদী আন্দোলনের ঐতিহ্য ও গণতন্ত্রের জন্য ত্যাগের উত্তরাধিকার।• দমন-পীড়ন ও অবরোধ সত্ত্বেও ত্যাগী কর্মীবাহিনী সক্রিয়ভাবে দলকে টিকিয়ে রেখেছে।• জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, যা বিএনপিকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিস্থাপন করার সম্ভাবনা জাগায়। দুর্বলতা:• সাংগঠনিক দুর্বলতা সুস্পষ্ট, বিশেষ করে ছাত্রদল নির্বাচনে কাঙ্ক্ষিত শক্তি প্রদর্শনে ব্যর্থ হয়েছে।• তরুণদের আস্থা অর্জনে ব্যর্থতা; সুস্পষ্ট ভিশন, কর্মপরিকল্পনা ও সময়োপযোগী বার্তার অভাব।• নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতার...